কোহলির সেঞ্চুরির পরও জিতল না ভারত

ক্রীড় ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ২২:০৭

বিরাট কোহলির সেঞ্চুরির পরও জিতল না ভারত। ম্যাচটি ৩২ রানে জিতে নিল অস্ট্রেলিয়া। তারপরও সিরিজে ভারত এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই জয়ের মাধ্যমে সিরিজ বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।

শুক্রবার রাঁচিতে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ৩১৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ২৮১ রানে অলআউট হয়ে যায় ভারত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেন। ৯৫ বলে ১২৩ রান করে আউট হন তিনি। ওয়ানডে ক্রিকেটে কোহলির এটি ৪১তম সেঞ্চুরি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন বিজয় শঙ্কর। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ৩টি, ঝাই রিচার্ডসন ৩টি ও অ্যাডাম জাম্পা ৩টি ও নাথান লায়ন ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উসমান খাজার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১০৪ রান করেন উসমান খাজা। ওয়ানডেতে উসমান খাজার এটি প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ রান করেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ওপেনিং জুটিতে ১৯৩ রানের পার্টনারশিপ গড়েন উসমান খাজা ও অ্যারোন ফিঞ্চ।

অন্যদের মধ্যে ৩১ বলে ৪৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বোলারদের মধ্যে ১০ ওভারে ৬৪ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন কুলদীপ যাদব। একটি উইকেট নেন মোহাম্মদ শামি। ম্যাচ সেরা হন উসমান খাজা।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৩২ রানে জয়ী অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ইনিংস: ৩১৩/৫ (৫০ ওভার)

(অ্যারোন ফিঞ্চ ৯৩, উসমান খাজা ১০৪, গ্লেন ম্যাক্সওয়েল ৪৭, শন মার্শ ৭, মার্কাস স্টয়নিস ৩১*, পিটার হ্যান্ডসকম্ব ০, আলেক্স ক্যারি ২১*; মোহাম্মদ শামি ১/৫২, জ্যাসপ্রীত বুমরাহ ০/৫৩, রবীন্দ্র জাদেজা ০/৬৪, কুলদীপ যাদব ০/৬৪, বিজয় শঙ্কর ০/৪৪, কেদার যাদব ০/৩২)।

ভারত ইনিংস: ২৮১ (৪৮.২ ওভার)

(বিরাট কোহলি ১২৩, মহেন্দ্র সিং ধোনি ২৬, কেদার যাদব ২৬, বিজয় শঙ্কর ৩২, রবীন্দ্র জাদেজা ২৪; প্যাট কামিন্স ৩/৩৭, ঝাই রিচার্ডসন ৩/৩৭, নাথান লায়ন ১/৫৭, অ্যাডাম জাম্পা ৩/৭০)।

ম্যাচ সেরা: উসমান খাজা (অস্ট্রেলিয়া)।

(ঢাকাটাইমস/৮ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :