আদালতে সানগ্লাস পরা খালেদাকে অসুস্থ মনে হয় না: তথ্যমন্ত্রী

প্রকাশ | ০৯ মার্চ ২০১৯, ১৬:১৩ | আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১৬:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপিনেত্রী খালেদা জিয়াকে আদালত প্রাঙ্গনে সানগ্লাস পরা দেখে অসুস্থ মনে হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা দেখে আমাদের কারও মনে হয় না যে তিনি অসুস্থ।’

শনিবার ঢাকা সাব এডিটরস কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী একথা বলেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে থাকা খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। এজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে দলটির একটি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখাও করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এটা তার (খালেদা) নতুন কোনও রোগ না। এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। কারাগারে তিনি যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।’

‘বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে।’

ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর নীতি থেকে সরে এসে নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।

বিএফইউজ’র সভাপতি মোল্লা জালাল, উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সভাপতি আব্দুল জলিল ভুইয়া, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৯মার্চ/ডিএম