‘যদি একদিন’ অলরেডি সুপার ডুপার হিট: শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৬:৫৩ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ১৬:৪১

শনিবার সকালে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘যদি একদিন’ছবির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল। সিনেপ্লেক্সের দর্শক সাঁড়িতে বসে ছবিটি উপভোগ করেছেন এই ছবির অন্যতম চরিত্র কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। ছবি দেখা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘যদি একদিন’ অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে। ছবিটির জন্য দর্শকদের প্রচুর ভালোবাসা পাচ্ছি। আজ যখন সবার সঙ্গে বসে ছবিটি দেখছিলাম ছবির শেষ দৃ্শ্য দেখার পর যখন সবাই হাত তালি দিলো তখনই বুঝেগেছি ছবিটি সুপার ডুপার হিট হবে।’

‘যদি একদিন’ ছবিতে অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য শাবন্ত্রী ছবিটির পরিচালক মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাকে এতো ভালো একটা গিফট দেয়ার জন্য পরিচালক মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ জানিই’

এ সময় শ্রাবন্তী জানান, অনেক দিন ধরেই ছবিটি নিয়ে আলোচনা হচ্ছিল তার সঙ্গে। অবশেষে ছবিটি করা হয় এবং মুক্তিও পেলো। মুক্তির পর দর্শকদের রেসপন্স দেখে মুগ্ধ তিনি।

বাংলাদেশের একক প্রয়োজনা এবারই প্রথম কাজ করলেন শ্রাবন্তী। এর আগে যৌথপ্রযোজনা নির্মিত শাকিব খানের বিপরীতে ‘ভাইজান এলো রে’তে অভিনয় করেছেন।

ভবিষ্যতে বাংলাদেশের আরো ছবিতে কাজ করতে চান কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাবন্তী বলেন, ‘আমার উচ্ছাস দেখে বুঝতে পারছেন না আমি বাংলাদেশের এমন আরও অনেক ছবিতে কাজ করতে চাই? আমি আশাবাদী আগামীতে আরও ভালো ভালো কাজ করতে পারবো বাংলাদেশে।’

সহশিল্পী তাহসান প্রসঙ্গে তিনি বলেন, ‘তাহসানকে অসাধারণ লেগেছে। ভীষণ ভালো অভিনেতা সে। পাশাপাশি ভালো মানুষও সে। তার ব্যবহার, কথাবার্তা সবই আমাকে মুগ্ধ করেছে। আমরা প্রথম কাজ করেছি, কিন্তু কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে অভিনয় করেছি। ছবির কাজের ফাঁকে চমৎকার আড্ডা হয়েছে। গল্প করেছি।’

বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ মার্চ মুক্তি পেয়েছে ‘যদি একদিন’। ছবিটি প্রযোজনা করেছে ‘বেঙ্গল মাল্টিমিডিয়া’। বাংলাদেশের দেশের ২২টি হলে একযোগে ছবিটি মুক্তি পেয়েছে। ওসব হলে দর্শকদের উচ্চসিত সাড়া মিলেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

শাবন্তী, তাহসান ছাড়াও ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।

এর আগে গতকাল ৮ মার্চ শুক্রবার সকাল ৭টার ফ্লাইটে ঢাকায় পৌঁছান শাবন্তী। ছবির প্রচারণায় অংশ নিতেই তার এই সফর।

(ঢাকাটাইমস/৯মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :