পায়ু পথে ২৪ লাখ টাকার স্বর্ণসহ ধরা

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ১৮:৪০
ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীর থেকে ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

শনিবার সকাল আটটায় এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন জামাল উদ্দিন নামের ওই যাত্রী।

পরে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে এক্সরে করে তার দেহে স্বর্ণের সন্ধান পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় যাত্রী জামাল উদ্দিন অস্বীকার করলে তাকে পুলিশের সহায়তায় নগরের একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে এক্স-রে করা হয়।

যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে। এরপর কাস্টম হলের একটি টয়লেটে নিয়ে তার দেহে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬০ তোলা। যার মূল্য ২৪ লাখ টাকা।

ঢাকাটাইমস/০৯মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :