বগুড়ায় সিএনজি-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিবেদক, ঢাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:৫৩ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ১৯:৫০
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় উপজেলার নশরৎপুরে এবং বিকাল সাড়ে ৪টায় মুরইল পূর্ব বাজার এলাকায় দুটি ঘটনা ঘটে।

জানা গেছে, নওগাঁ থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি মহাসড়কের আদমদীঘির মুরইল পূর্ব বাজার এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজির ভেতরে থাকা দুপচাঁচিয়ার গুনাহার চান্দাইলের জসিম উদ্দীনের ছেলে সিএনজি চালক আফজাল (৪৫), আদমদীঘির সান্তাহারের মৃত উজির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৬৪) নিহত হন। এসময় ওই দুই পরিবহনের আদমদীঘির শিবপুরের নূরুল ইসলামের ছেলে আলহেজ (৩৩), দিনাজপুরের ওষুধ বিক্রয় প্রতিনিধি আনছার আলীর ছেলে সোহেল (৪০), দুপচাঁচিয়ার উনাহর সিংড়ার মহসিন আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৪) সহ পাঁচ যাত্রী আহত হন। আহতদের প্রথমে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপরদিকে দুপুর ২টায় মুরইল-নশরৎপুর রাস্তায় সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মুরইল শেরপুর গ্রামের সিএনজি যাত্রী মৃত জগন্নাথ সাহার ছেলে শ্যামল সাহা (৫৪) ঘটনাস্থলেই নিহত হন এবং কোচকুড়ি গ্রামের মৃত ইচাহাক আলীর ছেলে আফজাল হোসেন (৬০) আহত হন।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, আদমদীঘিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন, যাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/০৯মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :