তবুও ফলাফল আশা করছেন রোডস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:৩৪ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ১৯:৫৩

ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে গেছে। টসও অনুষ্ঠিত হয়নি। ম্যাচের আর বাকি তিন দিন। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস বলছেন, এই ম্যাচে এখনো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল ওয়েলিংটনের আকাশ পরিষ্কার থাকবে। সুতরাং, রবিবার খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

শনিবার স্টিভ রোডস বলেছেন, ‘উইকেট খুবই সবুজ। আমরা জানতাম পিচ সবুজ হবে। পিচের ব্যাপারে আমরা আগে থেকেই সচেতন। এখানে আগে খেলেছে এমন কিছু খেলোয়াড় আমরা পেয়েছি। তারা আমাকে বলেছে আগের পিচের সাথে এই পিচের অনেকটা মিল রয়েছে। তামিম মনে করছে, পিচ অনেকটা আগের মতোই।’

আমি মনে করি, ‘ক্রিকেট অদ্ভূত একটি খেলা। অনেক ম্যাচ দুই দিনে বা তিন দিনে শেষ হয়েছে। সুতরাং, এই ম্যাচে এখনো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। আশা করি, আমরা আগামীকাল টস জিতব এবং সকাল সকাল কিছু উইকেট নিয়ে নিব। যদি সেটা না হয় তাহলে ভালো রান করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘এই উইকেটে আমাদের ইতিবাচক থাকতে হবে, রান করতে হবে, উইকেট নিতে হবে। দলের খেলোয়াড়রা সতেজ আছে। আজ আমরা হালকা অনুশীলন করেছি। প্রস্তুতি ভালোই হচ্ছে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। এই সফরে টাইগাররা এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এখন চলছে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ।

(ঢাকাটাইমস/৯ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :