বার্সেলোনার জয়ে মেসির গোল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০১৯, ১০:৩২ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ১০:১১

লা লিগার ম্যাচে গত রাতে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে লা লিগায় টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকল স্প্যানিশ জায়ান্টরা। লিগে সর্বশেষ তারা হেরেছিল গত ১১ নভেম্বর।

লিগে ২৭ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন শীর্ষে রয়েছে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর ২৬ ম্যাচ খেলে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। ২৩ পয়েন্ট নিয়ে ১৯তম অবস্থানে আছে রায়ো।

বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল কাতালানরা। ৬৯ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। রায়ো বল নিয়ন্ত্রণে রাখে ৩১ শতাংশ সময় ধরে। বার্সেলোনা টার্গেটে শট নেয় ৬টি। রায়ো টার্গেটে শট নেয় ১টি।

ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে যায় রায়ো। ২৪তম মিনিটে টমাসের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় সফরকারীরা। ৩৮তম মিনিটে জেরার্ড পিকের গোলে ম্যাচে সমতা আনে বার্সেলোনা। বিরতির পর ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেন লিওনেল মেসি। ৮২তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন লুইস সুয়ারেজ।

(ঢাকাটাইমস/১০ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :