কতদিন পর পর টুথব্রাশ বদলাবেন?

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ১১:৩২

অনেকেই জানেন না কতদিন পর পর টুথব্রাশ বদলানো উচিত। আর তাইতো দিনের পর দিন একই ব্রাশ দিয়ে দাঁত মেজে চলেছেন। দাঁত ও মাড়ির স্বাস্থ সুরক্ষায় ৩-৪ মাস অন্তর টুথব্রাশ বদলে ফেলা উচিত।

এটা ঠিক যে টুথব্রাশ কত দিন পর পর পরিবর্তন করবেন তা নির্ভর করে ব্রাশের কোয়ালিটির উপর।

ভালো মানের ব্রাশ অনেকদিন ব্যবহার করা যায়। তবে একটি টুথব্রাশ সাধারণত তিন মাসের বেশি ব্যবহার না করার পরামর্শ দেন চিকিৎসকরা

চিকিৎসদের মতে, বেশি দিন একই টুথব্রাশ ব্যবহার করলে তা মুখের ভেতর জীবাণুর সংক্রমণ ঘটায় এবং রোগ সৃষ্টি করে।

সম্প্রতি এক গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, চটজলদি টুথব্রাশ বদলানোর দরকার নেই। এতে কোনো জীবাণু থাকে না বলে তাদের দাবি।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চের বিশেষজ্ঞরা জানান, টনসিল এবং কণ্ঠনালিতে রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলো ব্যবহৃত কোনো টুথব্রাশে খুঁজে পাননি তারা।

(ঢাকাটাইমস/১০মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :