লড়াকু তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ১২:৩১

তামিম ইকবালকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই তিনি এখন বাংলাদেশের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। বাংলাদেশ দলের চলতি নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে তামিম ভালো না করতে পারলেও টেস্টে ফর্মে আছেন।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে তামিম সেঞ্চুরি করেন। ১২৬ রান করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছিলেন ৭৪ রান করে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তামিম একাই লড়েছেন।

ওয়েলিংটন টেস্টে রবিবার দলের একমাত্র ব্যাটসম্যান হিসাবে হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ৭৪ রান করে আউট হন তিনি। টেস্টে তামিমের এটি ২৭তম হাফ সেঞ্চুরি। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও সাদমান ইসলাম ভালো শুরু এনে দিলেও পরের ব্যাটসম্যান সেটি ধরে রাখতে পারেনি। যার কারণে ২১১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

বেসিন রিজার্ভে ম্যাচের প্রথম দুইদিন ভেসে গেছে বৃষ্টিতে। রবিবার ম্যাচের তৃতীয় দিন খেলা গড়ায় মাঠে। কিন্তু পুরো দিনের খেলা অনুষ্ঠিত হয়নি। টেস্টে একদিনে সাধারণত ৯০ ওভার খেলা অনুষ্ঠিত হয়। কিন্তু আজ খেলা হয়েছে ৭২.৪ ওভার।

দিন শেষে ১৭৩ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। সকালবেলা টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। টাইগাররা ৬১ ওভারে ২১১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৮ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে।

(ঢাকাটাইমস/১০ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :