ফেসবুকে আসছে ‘ডার্ক মোড’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ১৩:৩৭

স্মার্টফোনের ব্যাটারি সাশ্রয় এবং রাতে ব্যবহারকারীর চোখ সুরক্ষিত রাখতে ফেসবুক নিচ্ছে নয়া উদ্যোগ। শিগগিরই ফেসবুক মেসেঞ্জারে আসছে ডার্ক মোড। বেশ কিছু দেশের ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষামূলক ভাবে ফিচারটি চালু করা হয়েছে।

ব্যবহারকারীরা অ্যাপের মি সেকশনে ‘ডার্ক মোড’ ফিচার দেখতে পাবেন। ব্রাইটনেস বাড়িয়ে ফিচারটি পরীক্ষা করার সময় চোখে আলোর প্রতিফলন পীড়া দিতে পারে বলে মনে করা হয়েছে।

ব্যাটারি সাশ্রয় করার পথে বড় বাধা স্ক্রিনের উজ্জ্বলতা বা হোয়াইট মোড অপারেট করা। স্ক্রিন কালারের উপর ভিত্তি করেও ব্যাটারি খরচের পরিমাণ নির্ভর করে। এই সমস্ত বিষয় নিয়ে ভাবনাচিন্তার পরে ২০১৮ সালের এফ ৮ কনফারেন্সে এই ফিচার আনার ঘোষণা করে ফেসবুক।

(ঢাকাটাইমস/১০মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা