নারী দিবস উপলক্ষে এজিডব্লিউইবি ও আইএফআইসি ব্যাংকের আলোচনা

প্রকাশ | ১০ মার্চ ২০১৯, ১৬:১১ | আপডেট: ১০ মার্চ ২০১৯, ১৬:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন বাংলাদেশে (এজিডব্লিউইবি) ও আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ব্যালান্স ফর বেটার-কোয়েশ্চেন টাইম’ শিরোনামে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বিকালে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।

আলোচনায় অংশ নেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, জাতীয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকার অ্যাসোসিয়েসনের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, অভিনেত্রী ও এফবিসিসিআই পরিচালক শমী কায়সার।

তৃণমূল নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এজিডব্লিউইবি) সভাপতি মৌসুমি ইসলাম ‘ব্যালান্স ফর বেটার- কোয়েশ্চেন টাইম’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ঢাকাটাইমস/১০মার্চ/এসএস/এমআর