ইথিওপিয়ার বিমানের ১৫৭ আরোহীর সবাই নিহত

প্রকাশ | ১০ মার্চ ২০১৯, ১৭:০৫ | আপডেট: ১০ মার্চ ২০১৯, ১৭:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

তেত্রিশটি দেশের যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া ইথিওপিয়ার বিমানের ১৫৭ আরোহীর কেউ বেঁচে নেই। রবিবার স্থানীয় সময় সকাল ৮:৩৮ মিনিটে আদ্দিস আবাবার বোল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। এর ছয় মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসি।

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমে বিমান সংস্থাটির মুখপাত্র বলেছেন, ইথিওপিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানটির ১৪৯ যাত্রী ও আট ক্রুর সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ৩৩ দেশের নাগরিক রয়েছেন।

উড্ডয়নের ছয় মিনিট পর ৮টা ৪৪ মিনিটে বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।

তবে কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সে ব্যাপারে এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

ইথিওপিয়ার এই বিমানের প্রস্তুতকারী সংস্থা বোয়িং বলছে, তারা অত্যন্ত নিবিড়ভাবে বিমান বিধ্বস্তের এ ঘটনা পর্যবেক্ষণ করছে। মাত্র দুই বছর আগে নতুন বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ তৈরি করা হয়। এর পরে ইথিওপিয়া এয়ারলাইন্সের বহরে যুক্ত হয় ২০১৮ সালে।

ঢাকাটাইমস/১০মার্চ/ইএস