হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বাড়ল

প্রকাশ | ১০ মার্চ ২০১৯, ১৮:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেড়েছে। আগামী ২১ মার্চ পর্যন্ত এই নিবন্ধন করা যাবে।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

১৪ ফেব্রুয়ারি থেকে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন শুরু হওয়ার পর এক দফা সময় বাড়ানো হয়। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা ১২ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

অন্যদিকে ১৭ ফেব্রুয়ারি বেসরকারি ব্যবস্থাপনার হজ নিবন্ধন শুরু হয়। রবিবার ছিল শেষ দিন। তবে প্রত্যাশিত নিবন্ধন না হওয়ায় ২১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধনের চার লাখ ৭৯ হাজার ৮১৫ নম্বর ক্রমিক পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধনের সুযোগ পাবেন।

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজযাত্রী হজে যাবেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/জেবি)