ভারতের লোকসভায় ভোট সাত দফায়, ফল ২৩ মে

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১০ মার্চ ২০১৯, ২০:০৩ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ১৮:১০
তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার

ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সাত দফায় অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচন। এতে ৫৪৩টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবে প্রায় ৯০ কোটি ভোটার।

প্রথম দফার ভোট ১১ এপ্রিল, আর শেষ দফার ভোট হবে ১৯ মে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।

রবিবার বিকালে নয়া দিল্লির বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এই তফসিল ঘোষণা করেন।

সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে।

তফসিল অনুযায়ী, প্রথম দফায় ২০টি রাজ্যের ৯১ আসনে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ১৮ এপ্রিল। ওই দিন ১৩টি রাজ্যের ৯৭টি আসনে ভোটগ্রহণ হবে। তৃতীয় দফার ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। কমিশন জানিয়েছে, তৃতীয় দফায় ১৪টি রাজ্যের ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। চতুর্থ দফার ভোট হবে ২৯ এপ্রিল।

সুনীল অরোরা জানিয়েছেন, ২৯ তারিখ ভোট হবে নয়টি রাজ্যের ৭১টি আসনে। পঞ্চম দফার ভোট গ্রহণ হবে ৬ মে। ওই দিন ভোটগ্রহণ হবে সাতটি রাজ্যের ৫১টি আসনে। ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিন ১২ মে। ওই দিন ভোট গ্রহণ হবে সাতটি রাজ্যের ৫৯টি আসনে। শেষ দফার ভোট ১৯ মে। ওই দিন ভোটগ্রহণ হবে আটি রাজ্যের ৫৯টি আসনে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার মোট ভোটার ৯০ কোটি। তার মধ্যে দেড় কোটি নতুন ভোটার।

২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৩৩৬টিতে জয়লাভ করেছিল এনডিএ জোট। ২৮২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। বিরোধী কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪'টি আসন।

(ঢাকাটাইমস/১০মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :