এজেন্ট বের করে দেয়ার অভিযোগ আ.লীগ প্রার্থীর

প্রকাশ | ১০ মার্চ ২০১৯, ২০:০০

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

‘নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকরা নৌকার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। প্রকাশ্যে দোয়াত-কলম প্রতীকে ভোট দেয়া হয়েছে।’ আওয়ামী লীগ প্রার্থী উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সাংবাদিকদের নিকট এসব অভিযোগ করেন।

রবিবার অনুষ্ঠিত সিংড়া উপজেলা নির্বাচন নিয়ে আ.লীগ প্রার্থী বলেন, ‘শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম, চকপুর, পুটিমারী কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এছাড়াও নিংগইন ও চলনবিল মহিলা কলেজে জোড় করে ভোট নেয়া হয়েছে।’

সরজমিনে দেখা গেছে, সকালে ভোটগ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও কিছুটা বাড়ে। সকাল সাড়ে ৮টায় চলনবিল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে দেখা যায়, ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘সিংড়া উপজেলায় শতভাগ শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে।’

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)