ভোটকেন্দ্রে হামলায় ইউপি সদস্য কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ২০:০৫

জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে হামলার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জাল ভোট দেয়ার দায়ে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে একই আদালত।

রবিবার দুপুরে উপজেলার তিন কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম জোবায়ের হোসেন এসব রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। অর্থদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- উপজেলার করমকা গ্রামের আন্তাজ আলী, পার্বতীপুর গ্রামের আতিকুর রহমান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, ‘দুপুরে বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমিনুল ইসলাম নামে এক ইউপি সদস্য ত্রিশ থেকে চল্লিশজন লোক নিয়ে কেন্দ্রে হামলা চালায়। পরে পুলিশ এসে আমিনুল ইসলামকে আটক করলে অন্যরা পালিয়ে যায়।

মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আন্তাজ আলী ও বিয়ালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আতিকুর রহমান জাল ভোট দিচ্ছিল। এ সময় তাদের আটক করা হয়।

পরে বিকালে তাদের তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউপি সদস্য আমিনুল ইসলামকে দশ দিনের কারাদণ্ড দেয়া হয়। আন্তাজ আলী ও আতিকুর রহমানকে বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয় আদালত।

আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :