সংসদে বিল

বেওয়ারিশ প্রাণী হত্যা করলে ছয় মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২১ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ২১:১৭
ফাইল ছবি

বেওয়ারিশ (মালিকবিহীন) কোনো প্রাণী হত্যা করলে কিংবা কোনো কুকুর একটানা ২৪ ঘণ্টা বেঁধে রাখলে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রেখে পশুকল্যাণ আইন হচ্ছে।

আজ রবিবার ‘প্রাণিকল্যাণ বিল-২০১৯’ নামে একটি বিল জাতীয় সংসদে তোলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এটি পাস হলে ১৯২০ সালের পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইনটি বাতিল হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো কুকুরকে একটানা ২৪ ঘণ্টা বেঁধে বা আটকে রাখলে তা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য ছয় মাসের জেলের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

খাদ্য হিসেবে ব্যবহারের জন্য প্রাণী জবাই ও ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গকালে যেকোনো ধর্মাবলম্বী ব্যক্তির মাধ্যমে নিজস্ব ধর্মীয় আচার অনুযায়ী কোনো কার্যক্রম গ্রহণ করা হলে তাকে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হবে না।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রাণীকে দৈহিক কলাকৌশল প্রদর্শনের জন্য প্রশিক্ষণ বা কসরত প্রদর্শনের জন্য ব্যবহার করা যাবে না।

(ঢাকাটাইমস/১০মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :