বিয়ের বাসে আগুন, অল্পে রক্ষা পেলেন ৩৫ যাত্রী

প্রকাশ | ১০ মার্চ ২০১৯, ২১:৩৬ | আপডেট: ১০ মার্চ ২০১৯, ২১:৫০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের যাত্রীবোঝাই বাসটি আগুন পুড়ে গেছে। ওই বাসের ৩৫ যাত্রীই অল্পে রক্ষা পেয়েছেন। তবে বাস থেকে হুড়োহুড়ি করে নামার সময় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হাটুভাঙ্গা রোডের গোড়াই বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পরে মির্জাপুর ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

‘ঢাকার সাভার উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার বিপদ সাহার মেয়ের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে ৩৫ যাত্রী ঠিকানা পরিবহনের একটি বাস নিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেম নগর গ্রামে যাচ্ছিলেন। পথে দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাটুভাঙ্গা রোডের গোড়াই বাসস্ট্যান্ডে পৌঁছার পর হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়’ বলে জানান বাসযাত্রী ভুবন সাহা।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুর রহমান বলেন, ‘ইঞ্জিন ওভার হিট হয়ে বাসটিতে আগুন ধরে যায়। পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কেউ অগ্নিদগ্ধ হয়নি।’

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)