আশুলিয়ায় প্রাইভেটকারে মিলল ১৮ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ২৩:০৮

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা এনে সেগুলো নিজস্ব প্রাইভেটকারের মাধ্যমে বিক্রেতাদের কাছে পৌছে দিত একটি চক্র।

রবিবার দুপুরে এই চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় উদ্ধার করা হযেছে ১৮ কেজি গাঁজা।

আটককৃতরা হলেন- বিল্টু মিয়া, মো. আলেকজেন্ডার, মোকলেছ ও কামাল হোসেন। র‌্যাব-১ এর এএসপি (সিপিসি-১) মো. কামরুজ্জামান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান জানান, ‘র‌্যাবের কাছে তথ্য ছিল আশুলিয়ার ইস্ট ওয়েস্ট মেডিকেল সংলগ্ন খাজা গরিবে নেওয়াজ গাড়ি পার্কিংয়ের ফাঁকা জায়গায় গাঁজাসহ একটি প্রাইভেটকার অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রাইভেট কারটি তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।’

জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোকলেছ ও কামাল হোসেন কুমিল্লা থেকে কাভার্ডভ্যানে করে গাঁজাগুলো ঢাকায় আনেন। পরে সেগুলো সিএনজিতে করে রাজধানীর তুরাগ এলাকার নির্জন জায়গায় দিয়ে আসেন। আলেকজান্ডার নামে আরেক মাদকব্যবসায়ী সেগুলো সংগ্রহ করে টঙ্গী, সাভার ও মানিকগঞ্জে খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দেয়। চক্রটি দীর্ঘদিন যাবত কুমিল্লা থেকে মাদকের চালান রাজধানীতে এনে বিক্রি করছিল বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১০মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :