ডাকসু নির্বাচন

বস্তাভর্তি ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট বন্ধ

ঢাবি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৯, ১০:২৯ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ০৯:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদে নিজেদের প্রতিনিধি নির্বাচন শুরুর আগেই বস্তাভর্তি ব্যালট উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। প্রতিটি ব্যালটেই ভোট দেওয়া অবস্থায় ছিল। এ ঘটনার পর ওই হলের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

হলটির কয়েকজন ভোটার জানান, সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর আগে ভোটাররা ব্যালট পেপার দেখতে চান। কর্তৃপক্ষ দেখাতে অস্বীকৃতি জানালে শিক্ষার্থীরা নিজেরাই অনুসন্ধান করে হলের ওয়াশরুম থেকে বস্তাবন্দি ব্যালট পেপার খুঁজে বের করে। তারপর সিল দেওয়া ব্যালট পেপার নিয়ে হলের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।গণমাধ্যমকর্মীদের সামনে সিল মারা ব্যালট পেপারগুলো তুলে ধরেন তারা। এই বিক্ষোভের মাঝেই মৈত্রী হলে প্রো-ভিসির গাড়ি প্রবেশ করতে দেখা যায়। শিক্ষার্থীরা এই সময় সিল দেওয়া ব্যালট পেপারগুলো গাড়ির ওপর ছড়িয়ে দিয়ে প্রতিবাদ জানান। এসময় তারা ভোট বর্জন এবং জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রোভিসি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষকে রিডিং রুমে আটকে রাখেন।

ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে হলটির ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা অভিযোগ শুনে এখানে এসেছি। এখানে এসে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পেয়েছি। বিষয়টি অপ্রত্যাশিত। প্রশাসনিকভাবে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

নির্বাচনের ব্যাপারে কী হবে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘আমাদের নির্বাচন কমিশন আছে। গ্রহণযোগ্য নির্বাচন করতে তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবে ব্যবস্থা নেব।’

ঢাকাটাইমস/১১মার্চ/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :