অনিয়মের দায় এড়াতে পারি না: ঢাবি উপ-উপাচার্য

ঢাবি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১২:০৭

ডাকসু নির্বাচনে অনিয়মের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ।

সোমবার সকালে কুয়েত মৈত্রী হল থেকে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপ-উপাচার্য বলেন, ‘এই কেন্দ্রে নির্বাচন অবশ্যই স্থগিত। এই নির্বাচন স্থগিত না করার কোনো উপায় আছে? এই দায় আমরা এড়াতে পারি না। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।’

সোমবার সকাল আটটা থেকে ভোট শুরুর কথা থাকলেও বস্তাভর্তি ব্যালট উদ্ধারের ঘটনায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিক্ষোভের মুখে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে বরখাস্ত করা হয়। নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক মাহবুবা নাসরিনকে। তিন ঘণ্টা পর সকাল ১১টা ১০ মিনিটে হলটিতে ভোটগ্রহণ শুরু হয়।

ঢাকা টাইমস/১১মার্চ/একে/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :