নির্বাচনে প্রভাব খাটাচ্ছে ছাত্রলীগ: নূর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যরা প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনের সহসভাপতি প্রার্থী নুরুল হক নূর।

সাংবাদিকদের সামনে নুর অভিযোগ করেন, ‘পক্ষপাতিত্ব প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা এদের মুখোশটা উন্মোচন করার জন্য নির্বাচনে এসেছিলাম।’

নুরুল হক বলেন, ‘ছাত্রলীগ তাদের নিজেদের শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রেখেছে। যারা ভেতরে প্রবেশ করছে তাদের বেশি সময় ধরে ভেতরে থাকতে বলা হচ্ছে। যাতে করে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে না পারে বা অনেক দেরি হওয়ায় বিরক্ত হয়ে চলে যায়। এছাড়া অনাবাসিক বা অপরিচিত হলে তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না ছাত্রলীগের নেতাকর্মীরা।’

এর আগে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ করে ছাত্রদল। তারা জানায়, প্রতিটি কেন্দ্রের নিয়ন্ত্রণ প্রশাসনের বদলে ছাত্রলীগ নিয়েছে এবং তাদের শিক্ষার্থী ছাড়া অন্যদের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছে।

তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, এখানে সবাই আছেন। লাইনে সবাই দাঁড়াতে পারবেন। লাইনে যারা দাঁড়াবে তারাই ভোটের সিরিয়ালে যাবে। যারা সাংগঠনিকভাবে দুর্বল, যাদের ভোটার নাই, তাদের এসব অভিযোগ বাংলাদেশে সারাজীবন গুজব বলেই চলে আসছে।’

(ঢাকাটাইমস/১১মার্চ/একে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :