পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু তোলায় দুই লাখ টাকা জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১৫:৩৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্র‏‏হ্মপুত্র নদের চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ট্রাক মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত উপজেলার বাহাদিয়া গ্রামের ট্রাকমালিক আসাদ মিয়ার কাছ থেকে এক লাখ ও একই গ্রামের মোকলেছুর রহমানের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।

জানা যায়, উপজেলার থানা ঘাট-মির্জাপুর সড়কের বাহাদিয়া এলাকার ব্র‏হ্মপুত্র নদের চর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল একটি চক্র। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিবার বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালুভর্তি ট্রাক দুটি জব্দ করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকের দুই মালিকের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

সোমবার সকালে জরিমানার টাকা পরিশোধ করা হলে জব্দ করা ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫ (১) ধারায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির দায়ে ট্রাক দুটির মালিকের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :