সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১৫:৩৯

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুনরায় চালু হতে যাওয়া সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে তারা।

জানা গেছে, ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে প্রথম সান্ধ্যকালীন কোর্স চালু হয়। গত বছর জুলাই মাসে ১১৩তম একাডেমিক কমিটির সভায় কোর্সটি বাতিলের সিদ্ধান্ত হয়। পরে ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৪২তম সিন্ডিকেট সভায় কোর্সটি চূড়ান্তভাবে বাতিল করা হয়।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি শিক্ষকদের সম্মতিক্রমে কোর্সটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। একাডেমিক কাউন্সিলের সভা থেকে সান্ধ্যকালীন কোর্স আগে যেভাবে চালু ছিল ঠিক সেভাবে চালু করতে হবে মর্মে সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সুপারিশের মাধ্যমে প্রশাসনকে এই সিদ্ধান্তের কথা জানায় শিক্ষক সমিতি।

কোর্সটি বন্ধের আগে শিক্ষক সমিতির সাবেক কমিটির কাছে সান্ধ্যকালীন কোর্স চালু রাখার দাবিতে ১৩০ শিক্ষক লিখিত বিবৃতি প্রদান করেছিল। কোর্সটি যেন পুনরায় চালু না হয় এ দাবিতে সোমবার মানববন্ধন করে শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ১১৫তম একাডেমিক কাউন্সিলে সান্ধ্যকালীন কোর্স নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের দাবি, সান্ধ্যকালীন কোর্সের কারণে নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয় না। ফল প্রদানে দীর্ঘসময় ব্যয় করে শিক্ষকরা। মানববন্ধনে এ কোর্স পুনরায় চালু না করার জোর দাবি জানায় শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানায় তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা টাকার বিনিময়ে সনদ বিক্রি বন্ধ কর, করতে হবে, সান্ধ্যকালীন কোর্সের বিষয় পুনরায় একাডেমিক কাউন্সিলে কেন? প্রশাসন জবাব চাই ইত্যাদিসহ বিভিন্ন শ্লোগান দেয়।

(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :