ভোট শেষে নিজেকে ‘বিব্রত’ বললেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

প্রকাশ | ১১ মার্চ ২০১৯, ১৮:৩১ | আপডেট: ১১ মার্চ ২০১৯, ২২:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষিক ডাকসু নির্বাচনের ভোটগ্রহণে নানা অনিয়ম অভিযোগের কোনো সদুত্তর না দিলেও এসব ঘটনায় প্রধান চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ‘বিব্রত’। বলেন, ‘আজ যা ঘটেছে সে জন্য আমি ব্যক্তিগতভাবে বিব্রত।’ ভোটগ্রহণকালে বিভিন্ন অনিয়মের জন্য হল প্রশাসনকেও দায়ী বলে মনে করছেন তিনি।

ভোট শেষে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে রোকেয়া, কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া নানা অনিয়মের বিষয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন এ শিক্ষক।

ডাকসু নির্বাচনে অনিয়ম-কারচুপিসহ বিভিন্ন বিষয়ে নিয়ে লিখিত অভিযোগ নিয়ে ভোট বর্জনকারীরা প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে যান। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ জমা দেন। তারা ভোটের ফলাফল ঘোষণা না করার আহ্বান জানান তারা।

ভোট বর্জনকারী প্রার্থী ও কর্মীরা ক্ষোভ প্রকাশ করে এস এম মাহফুজুর রহমানকে বলেন, ‘ছাত্রলীগকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আপনারা নিয়ে থাকলে আমাদের কেন নির্বাচনে অংশগ্রহণ করালেন।’

তখন চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যেসব ঘটনা আজ ঘটেছে সেগুলোর জন্য আমি ব্যক্তিগতভাবে বিব্রত।’

ভোটে অনিয়মের কথা উল্লেখ করে ভোটের ফলাফল ঘোষণা না করার দাবি জানালে তিনি বলেন, ‘আমি কিছু বলবো না। তোমাদের কথা শুনেছি।’

তখন ছাত্ররা অভিযোগ তোলেন একটি পক্ষকে জিতিয়ে দেয়ার কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মাহফজুর রহমানকে উদ্দেশ্য করে শিক্ষার্থী ও প্রার্থীরা বলেন, ‘স্যার, আপনি বিব্রত হলে কী হবে? আপনার অধীনে থেকে ভোটে কারচুপি হবে আর আপনি বিব্রত হয়ে একটি পক্ষকে জেতানোর কাজ করবেন, তা কী করে হয়? এসব প্রশ্ন তোলেন প্রার্থীরা।’

জবাবে তিনি বলেন, ‘আমার কী ক্ষমতা আছে বলো? আমি যথাযথ জায়গায় তোমাদের কথাগুলো জানাবো।’

কত সময়ের মধ্যে জবাব পাওয়া যাবে এমন প্রশ্ন করলে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা বলন, ‘যার কাছে, যেখানে যেতে তোমাদের মন চায়, তোমরা যাও। আমাকে সময় দাও। আমার কমিটি আছে। তাদের সঙ্গে আলোচনা করতে হবে।’

প্রায় আধা ঘণ্টা কথা কাটাকাটির পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন প্রার্থীরা।

ডাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দুপুরে ভোট বর্জন করে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।মঙ্গলবার থেকে ধর্মঘটেরও ঘোষণা দেয়া হয়েছে এসব প্যানেলের পক্ষ থেকে।

(ঢাকাটাইমস/১১মার্চ/বিইউ)