মুহসীন ও জহুরুল হলের সব পদে জিতল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৯:১৮ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১৮:৪৮

হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়া ছাত্রলীগের প্রার্থীরা পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। প্রায় দ্বিগুণ ভোটে জিতে ভিপি হয়েছেন শহীদুল হক শিশির।

আর জিএস পদে সংসদের ভিপি (সহ সভাপতি) নির্বাচিত হয়েছেন শহীদুল হক শিশির, আর জিএস এবং এজিএস পদেও বেশ ভালো ভোটের ব্যবধানে জিতেছেন ছাত্রলীগের প্রার্থীরা।

সার্জেন্ট জহুরুর হক হলের ফলাফলেও দেখা গেছে, ছাত্রলীগের প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয় পেয়েছে।

সোমবার সন্ধ্যায় হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত ফলাফলের তালিকা প্রকাশ করা হয়।

ফলাফল অনুযায়ী, শহীদুল হক শিশির মোট ৭৬০ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।

আর জিএস পদে ৬২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিজান। আর এজিএস হয়েছেন সাদিল আব্বাস, তিনি ভোট পেয়েছেন ৭০৩ ভোট।

দীর্ঘ ২৮ বছর পর অনু্ষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ছাত্রলীগ ছাড়া প্রায় সব প্যানেলের প্রার্থীরা। এর প্রতিবাদে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :