নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকটে আন্দোলনে শিক্ষার্থীরা

প্রকাশ | ১১ মার্চ ২০১৯, ১৯:৪৭

জাককানইবি প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো বন্ধ করে পরিবহন প্রশাসকের কার্যালয় ঘেরাও করে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ৩টায় প্রশাসনিক ভবনে অবস্থিত পরিবহন প্রশাসক এমদাদুর রাশেদ সুখনের কার্যালয় ঘেরাও করে পরিবহনে বিভিন্ন অনিয়ম, বাস সংকট, সময়মত অ্যাম্বুলেন্স না পাওয়াসহ বিভিন্ন অভিযোগে আন্দোলনে করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বর্তমান পরিবহন প্রশাসক দায়িত্বে আসার পর থেকে বিভিন্ন সময় নানা অনিয়মের মাধ্যমে দপ্তর চালাচ্ছেন, সাধারণ শিক্ষার্থীদের অসুস্থতাজনিত কারণে অ্যাম্বুলেন্সের জন্য তাকে অবগত করলেও কোনো পদক্ষেপ নেন না। আমরা তারা পদত্যাগের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পরিবহন প্রশাসক এমদাদুর রাশেদ সুখনের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, শিক্ষার্থীদের ও প্রশাসনের মাঝে আলোচনা চলছে। দ্রুতই সমস্যা সমাধান হবে।

(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)