বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১৯:৪৮

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরিশাল মহানগর কোর্টের পুলিশ ইন্সপেক্টর ফিরোজ কবির ও তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির চার্জশিট দাখিল করেন।

পরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার চার্জশিটটি দেখে পরবর্তী বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটি বদলির আদেশ দেন।

সোমবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশন বরিশাল অফিসের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, চার কোটি ৩০ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ১৮ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের সম্পত্তি জব্দ করার আদেশ দেন। এরপর সৈয়দ আতাউল কবির মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন। এতে ৩১ জনকে সাক্ষী করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :