বিশ্বব্যাপী বিতর্কের মুখে ভিডিও গেম ‘রেপ ডে’

প্রকাশ | ১১ মার্চ ২০১৯, ২০:৩৪

ঢাকাটাইমস ডেস্ক

‘রেপ ডে’ মূলত একটি অসুস্থ মানসিকতার ভিডিও গেম যেখানে গেমটির খেলোয়াড়রা নারী চরিত্রগুলোর উপর যৌন আক্রমণ করে থাকে। তবে বিশ্বব্যাপী প্রবল নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে গেমটি নিজেদের অফিসিয়াল সাইট থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ‘স্টিম’।

গেমটি তৈরি করেছে ‘ডেস্ক প্ল্যানেট’ নামের একটি প্রতিষ্ঠান। ‘স্টিম’ এ গেমটির প্রিভিউ প্রকাশ হবার পর থেকে এটি সহিংসতা, যৌন নির্যাতন, অশ্লীল ভাষা এবং অবাধ অনাচারে পরিপুর্ণ বলে অভিযোগ আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেতিবাচক প্রতিক্রিয়া আগুনের মতো ছড়াতে থাকে। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার অনলাইন সংস্করণ থেকে জানা যায়, অনলাইনে হাজার হাজার মানুষ পিটিশনে সাইন করে গেমটি যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করবার জন্য। সবার একটাই কথা, গেমটি নারীদের উপর যৌন আক্রমণ, ইভটিজিং আর সহিংসতাকে ত্বরান্বিত করবে আরো।

অবশ্য গেমটির জন্য একটি ওয়েবসাইট ইতিমধ্যেই খোলা হয়ে গেছে। গেমারদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এক ভয়ংকর ধর্ষণকারীকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব। এতোকিছুর পরও গেমটির প্রস্তুতকারকরা এটিকে দাবি করছে একটি ‘ভিজুয়াল উপন্যাস’ হিসেবে।

ঢাকাটাইমস/এমআই