গফরগাঁওয়ে লড়ি-অটো সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ২০:৫৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক্টর লড়ির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে মকবুল হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন।

সোমবার বিকালে উপজেলার যশরা ইউনিয়নের পাকাটি স’মিলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন উপজেলার বখুরা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মকবুলের নাতনী তানহা মনি ও অটো চালক সজিব।

পুলিশ জানায়, মকবুল হোসেন তার নাতনী তানহা মনিকে (৬) নিয়ে গফরগাঁও বাজার থেকে ব্যাটারি চালিত অটোগাড়িতে বাড়ি ফিরছিলেন। অটোটি পাকাটি-শেখ বাজার সড়কে স’মিলের মোড়ে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর লড়ির সাথে সংঘর্ষ হয়। এতে লড়ির চাকায় পিষ্ট হয়ে মকবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। মকবুলের নাতনী ও চালক সজিব আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লড়ি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/১১মার্চ/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :