মানসিকতাকে দুষছেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৫:২৮ | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ১১:৪৩

ব্যাটে-বলের চরম ব্যর্থতায় দ্বিতীয় টেস্টেও ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ। ওয়েলিংটনে সোয়া দুইদিন বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচ বাঁচাতে পারল না সফরকারীরা। আর এমন হারের পর নিজেদের মানসিকতাকেই দুষছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটসম্যানদের শর্ট খেলা দ্বিধাই এমন ফলাফলের কারণ হিসেবে দেখছেন অধিনায়ক।

প্রথম টেস্টেও বোল্ট-ওয়াগনারের গতিতে অসহায় ছিল বাংলাদেশ। যার পরিনাম ছিল ইনিংস পরাজয়। বেসিং রিজার্ভে দ্বিতীয় টেস্টে বৃষ্টি ড্র’ এর আশা জাগালেও সেই বোল্ট-ওয়াগনারে এলোমেলো সফরকারীরা। যার ফলাফল ইনিংস ও ১২ রানের হার।

তার মতে ওয়াগনার-বোল্টের শর্ট বল খেলা এবং না খেলা নিয়ে এক প্রকার দ্বিধায় পড়েছিলেন ব্যাটসম্যানরা। নিজেদের স্থির করতে না পেরেই এমন হাল।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন,‘আসলে আমাদের দুই ধরনের মানসিকতা থাকায় এই অবস্থা দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে তামিম ও সাদমান আমাদের ভালো শুরু এনে দিয়েছিলো। এমনকি ওয়াগনার বাউন্সার নিয়ে আক্রমণ করলেও তাকে সামাল দিয়ে খেলেছি। কিন্তু পরে আমরা নিজেরাই সুযোগ নিতে পারিনি। আমাদের আরও লম্বা সময় ধরে বুক চিতিয়ে ব্যাট করার দরকার ছিল। বেশির ভাগ ব্যাটসম্যান দায়সাড়া গোছের শট খেলেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না। আমরা দুই ধরনের মানসিকতায় চলছিলাম- শট খেলবো কি খেলবো না।’

পাশাপাশি বোলারদেরও আরও মনোযোগ দিতে বললেন অধিনায়ক। তার কথায়, ‘আবু জায়েদ, মোস্তাফিজ ও তাইজুল ভালো বল করলেও গড় প্রতি ৫ রান করে দিয়েছে। তাই আমাদের শেষ ম্যাচে ভালো বোলিং করার প্রতি মনোযোগ দিতে হবে।’

(ঢাকাটাইমস/১২ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :