বাসচাপায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ

প্রকাশ | ১২ মার্চ ২০১৯, ১৩:০০ | আপডেট: ১২ মার্চ ২০১৯, ১৩:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
বাসচাপায় পা হারানো রাসেল

রাজধানীতে বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেলকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি গ্রিনলাইন পরিবহনকে চালক রাসেলের চিকিৎসা খরচ দেয়ারও নির্দেশ দেয় আদালত।

মঙ্গলবার সকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে প্রাইভেটকার চালক রাসেলের আইনজীবী ছিলেন উম্মে কুলসুম স্মৃতি।

গত বছরের ২৮ এপ্রিল গ্রিনলাইন পরিবহনের একটি বাস রাজধানীর ধোলাইপাড় থেকে দ্রুত গতিতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার সময় একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। তখন  প্রাইভেটকারের চালক রাসেল গাড়ি থেকে নেমে বাসকে থামতে বলেন। কিন্তু বাস চালক কবির গাড়ি চালিয়ে দেন চালক রাসেলের পায়ের ওপর। এতে রাসেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

(ঢাকাটাইমস/১২মার্চ/জেবি)