গফরগাঁওয়ে ২১৩ বিদ্যুৎ গ্রাহকের নামে মামলা

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ১৩:৩৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে ২১৩ জন বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে বিক্রয় ও বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গফরগাঁও।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও দীর্ঘদিনেও বকেয়া বিল পরিশোধ না করায় সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে মামলাগুলো রুজু হয়।

বিক্রয় ও বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গফরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান জানান, দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত চলাকালে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বকেয়া থাকায় ১২৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বকেয়ার পরিমাণ এক কোটি দুই লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট, পিডিবি আদালত এস এম হুমায়ুন কবির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালন ও সংরক্ষণ সার্কেল পিডিবি ময়মনসিংহের সহকারি পরিচালক সাকিব হোসেন, গফরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান, সহকারি প্রকৌশলী মোশারফ হোসেন, উপসহকারি প্রকৌশলীবৃন্দ।

ঢাকাটাইমস/১২মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :