বিমান দুর্ঘটনার এক বছর

এখনো শশির স্মৃতি তাড়িয়ে বেড়ায় মা-বাবাকে

মঞ্জুর রহমান, মানিকগঞ্জ থেকে
| আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৫:৩২ | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ১৫:২৯

গত বছর নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় মারা যান মানিকগঞ্জের তাহিরা তানভিন শশি। তার বাড়ি শহরের পশ্চিম দাশড়া এলাকায়।মঙ্গলবার সকাল ১০টায় সেখানে গিয়ে দেখা যায়, তিনতলা বাড়ির শশির রুমের এক কোণে বসে চোখে পানি নিয়ে তাসবিহ জপছেন মা কামরুন নাহার বেলি। আর ঘরের অন্য কোণের সোফায় আনমনে বসে আছেন বাবা ডা. রেজা মোহাম্মদ জামান। বিছানায় পড়ে আছে শশির স্মৃতির অ্যালবাম আর পুরো খাটে হাঁটাহাঁটি করছে শশির পালিত আদরের কাকাতোয়া পাখিটি।

এ সময় কথা হয় শশির মা কামরুন নাহার বেলীর সঙ্গে। তিনি কাঁদতে কাঁদতে ঢাকাটাইমসকে বলেন, ‘শশির সর্ম্পকে আমি কিছুই বলতে পারি না। আমার কাছে ৩৬৫ দিন একই রকম মনে হয়। শশির সঙ্গে আমার এত স্মৃতি জড়িয়ে আছে তা বলে শেষ করা যাবে না। প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড শশির স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়।’

মা বলেন, ‘ঘুম থেকে উঠেই ও আমার সঙ্গে দুষ্টুমি শুরু করতো। আমি ডাইনিংয়ে থাকলে ও আমাকে জোড় করে রুমে নিয়ে আসতো। এত সহজ, সরল ও শান্ত প্রকৃতির মেয়ে আমি কখনো দেখিনি। ওর ভেতরে কোনো হিংসা, প্রতিহিংসা ছিল না।’

শশির বিছানা দেখিয়ে বলেন,দ ‘এই দেখেন শশির কোল বালিশ, বিছানার চাদর সব একই স্থানে রয়েছে। এই খানে শশি ঘুমাতো। শশির পালন করা আদরের কাকাতোয়া পাখিটি সারাদিন শুধু কাঁদে। আমি প্রতিদিন সকালে শশির বিছানায় বসে কোরআন পড়ি। প্রতিটি জায়গায় শশির স্মৃতি জড়িয়ে আছে।’

কামরুন নাহা বলেন, ‘শুধু বেঁচে আছি আল্লাহর ওপর ভরসা করে। তিনিই আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

শশির মায়ের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসেন বাবা ডা. রেজা মোহাম্মদ জামান। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘আমার একমাত্র কন্যা ছিল শশি। আমার সব কিছুই তার জন্য। শশি যেহেতু নাই এত সম্পত্তি দিয়ে আমি কী করবো! এ কারণে শশির স্মৃতি ধরে রাখতে পারিবারিক উদ্যোগে নিজ বাড়িতে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। যেখানে নিয়মিত নামাজ, কোরআন শিক্ষা ও হাফেজ তৈরি করা হবে।’

সেই বিমান দুর্ঘটনায় আহত শশির স্বামী ডা. রেজাউনুল হক বিদেশ থেকে উন্নত চিকিৎসা শেষে চোখে-মুখে ক্ষত নিয়ে বাড়িতে ফিরলেও দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দুর্ঘটনার আগে প্লেনটি বারবার কাত হয়ে যাচ্ছিল। প্লেনে থাকা যাত্রীরা আত্মচিৎকার করছিল। ল্যান্ডিং করার সময় জোরে একটি ঝাঁকুনি দিয়ে আগুন ধরে যায়। তখন আমার মনে হচ্ছিল আমার সিটটি ভেঙে ভেতরে ঢুকে গেছে। তখন পুরো প্লেন অন্ধকার হয়ে গেছে, একটুও আলো নেই। আশপাশে কেউ নেই। চিৎকার করার শক্তি নেই।’

‘যেহেতু আমি একজন ডাক্তার তখন আমার মনে হয়েছে আগুনের ধোঁয়া যেন আমার মুখ দিয়ে পেটে না যায়। আগুনের ধোঁয়া পেটে গেলে শ্বাসনালি বন্ধ হয়ে যেত, আমাকে আর বাঁচানো সম্ভব হতো না।’

স্মৃতির স্মৃতিচারণ করে বলেন, ‘খুবই খারাপ লাগে যখন শশির কথা মনে পড়ে। এখন সবকিছু আল্লাহ পাকের ওপর ছেড়ে দিয়েছি।’ কথা বলতে বলতে তিনি চোখের কোণে জমে থাকা অশ্রু মুছতে থাকেন।

ঢাকা বিশ^বিদ্যালয়ে ক্রিমিওনোলজি নিয়ে মার্স্টাস করা তাহিরা তানভিন শশির বিয়ে হয় ২০১১ সালে চাচাতো ভাই শাওনের সঙ্গে। ১৭ মার্চ ওই দম্পত্তির ছিল বিবাহবার্ষিকী। ২০১৮ সালের ১২ মার্চ সপ্তম বিবাহবার্ষিকী পালনের উদ্দেশে নেপাল যাওয়ার পথে ত্রিভুবন আন্তজার্তিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় অনেকের সঙ্গে শশিও প্রাণ হারান।

(ঢাকাটাইমস/১২মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :