ক্ষেতলালে নির্বাচনী সহিংসতায় আহত ১০

প্রকাশ | ১২ মার্চ ২০১৯, ১৬:১৮

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস

জয়পুরহাটের ক্ষেতলালে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী ও তার সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় ক্ষেতলাল পৌর শহরের পূর্ব বাজার এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তারা মিয়া নামে এক ব্যবসায়ীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন শাহারুল ইসলাম বাবু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তুহিন ইসলাম। মঙ্গলবার সকালে তুহিন ইসলাম লোকজন নিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থক তারা মিয়াকে মারধর করে। তাকে রক্ষা করতে এসে আরও ৯ সমর্থক আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।    

আহতরা হলেন, তারা মিয়া, আলাউদ্দিন, মাবিয়া বেগম, তাইফুল ইসলাম, হাফিজার, রুবিনা, এরফান আলী, রুবেল হোসেন, সাকাউল ইসলাম ও সাহারা বানু।

ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) সেলিম মালিক জানান, উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষেতলাল বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।

ঢাকাটাইমস/১২মার্চ/ওআর