‘সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের কর্তব্যনিষ্ঠ হতে হবে’

নাটোর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ১৯:৪৭

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীদের সামনে অসীম সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই লক্ষ্যে পৌঁছাতে তাদের কর্তব্যনিষ্ঠ হতে হবে।

মঙ্গলবার নাটোর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

চলতি শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শহরের বড় হরিশপুর এলাকায় তিন একর জমিতে তিন কোটি টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন পূরণে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব ও সফলতার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ, একটি পতাকা উপহার দিয়েছেন। জাতির জনকের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী উন্নয়নের সোপানে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ ‘ধারাবাহিকভাবে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। এখনকার শিক্ষার্থীরা উন্নত দেশের নাগরিক হবে। তাদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। নিজে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বাবা-মা, শিক্ষক, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র্রের প্রতি তাদের কর্তব্যনিষ্ঠ হতে হবে, ভালো বন্ধু তৈরি করতে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। এই কর্তব্যনিষ্ঠাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।’

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘এই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। অনেক বড় স্বপ্ন দেখতে হবে। হিমালয় জয়ের স্বপ্ন।’

নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :