জঙ্গি-মাদক নির্মূলে সবাইকে পাশে চান আইজিপি

বগুড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ২২:১১

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বাংলাদেশ যে গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তাতে দুটি বাধা রয়েছে। একটি জঙ্গিবাদ আর অন্যটি মাদক। মাদক ও জঙ্গিবাদকে জিরো টলারেন্স হিসেবে গ্রহণ করেছি, পদক্ষেপও নিয়েছি, বাস্তবায়ন করছি।’

মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘এদেশকে অকার্যকর রাষ্ট্র করার চেষ্টাকে রুখে দিয়েছি আমরা। তবে মাদক নির্মূল শুধু পুলিশ দিয়ে সম্ভব নয়। সমাজের সচেতন সকল মানুষকে নিয়ে মাদক নির্মূল করতে চাই। এজন্যই দেশের মানুষকে সঙ্গে ও পাশে পেতে চাই। তাহলে মাদক ও জঙ্গিবাদকে রুখতে পারবো।’

বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম, র‌্যাব-১৩ রংপুর এর অধিনায়ক মোজাম্মেল হক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা জারেদ, রাজশাহী রেঞ্জের পুনাক সভানেত্রী দিলরুবা খুরশীদ ও বগুড়া পুনাক সভানেত্রী রোমানা আশরাফ।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :