মনপুরায় পুকুর থেকে মায়াবী হরিণ উদ্ধার

প্রকাশ | ১২ মার্চ ২০১৯, ২৩:৩৭ | আপডেট: ১২ মার্চ ২০১৯, ২৩:৪৫

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলার মনপুরা উপজেলায় বসত বাড়ির পুকুর থেকে একটি মায়াবী হরিণ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভুঁইয়ারহাট এলাকার জনৈক ইয়াছিন মাস্টার বাড়ির পুকুর থেকে এ হরিণটি উদ্ধার করা হয়। পরে রাত ৯ টার দিকে হরিণটিকে মনপুরা উপজেলার জংলার খাল এলাকার কেওড়া বনে অবমুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হাজিরহাট ইউনিয়নের ভুঁইয়ারহাট এলাকার লোকালয়ে একটি হরিণ দেখতে পেয়ে এলাকার লোকজন সেটিকে ধাওয়া দেন। ভীথ হরিণটি দৌড়ে ইয়াছিন মাস্টারের বাড়ির পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা মনপুরা থানায় খবর দিলে পুলিশ এসে হরিণটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

মনপুরা বন বিভাগের বিট অফিসার মো.শফিকুল ইসলাম ও প্রাণী কর্মকর্তা লোকমান হোসেনকে খবর দিয়ে হরিণটি তাদের কাছে হস্তার করা হয়। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, হরিণটি কিছুটা অসুস্থ থাকায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ৯টার দিকে জংলার খাল এলাকার কেওড়া বনে অবমুক্ত করা হয়েছে।

ঢাকাটাইমস/১২মার্চ/ইএস