ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন ধসে আহত ১৮

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
| আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১১:১১ | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৯, ১০:৩৯

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ধসে ১৮ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুন মিয়া জানান, নির্মাণাধীন ১২ তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত ১২টার দিকে হঠাৎ করেই ছাদের দক্ষিণ পাশের কোণা ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ১৮ নির্মাণ শ্রমিক আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, নূরানী কন্সট্রাকশন নামে একটি কোম্পানি বিশ্ববিদ্যালয়ের ১২তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজ পায়। বুধবার দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ধ্বংস স্তুপের নিচ থেকে ফায়ার সার্ভিস ১৮ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি ১৫ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/১৩মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :