বিটিআই-ওয়ানটাচ কোম্পানির চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ১১:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানী ঢাকাকে আধুনিক ও বসবাসযোগ্য করার লক্ষ্যে বিটিআই এবং ওয়ানটাচ এর  মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে বিটিআই এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআই এর ম্যানেজিং ডিরেক্টর  এফ আর খান এবং ওয়ানটাচ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মাহাবুবুল আলম বিদ্যুৎ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের সহযোগী কর্মকর্তাবৃন্দ।

এই প্রজেক্টের মাধ্যমে সবাই খুব সহজেই বাড়ির বাইরে থেকেও নিজের বাড়ি পর্যবেক্ষণসহ আরও অনেক ধরণের কাজ করতে পারবেন। যেমন বাড়িতে অবস্থিত ইলেকট্রনিক ডিভাইসগুলো বাড়ির বাইরে থেকেও অপারেট করতে পারবেন।

সাধারণ মানুষের সেবা প্রদানে বিটিআই এবং ওয়ানটাচ একসঙ্গে কাজ করার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ হন এ চুক্তির মাধ্যমে।

ঢাকাটাইমস/১৩মার্চ/এসএস/ওআর