আলফাডাঙ্গায় নৌকার পক্ষে দোলনের গণসংযোগ

আলফাডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৪:৪৯ | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৯, ১৪:৪০

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন। অংশ নিচ্ছেন নির্বাচনী সভা ও গণসংযোগে। এলাকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আগামী ১৮ মার্চ আলফাডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন।

প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার রাতে আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত এক সভায় বক্তব্য দেন দোলন।

দোলন বলেন, ‘শেখ হাসিনাকে যদি আপনারা পছন্দ করেন, আমাকে যদি ভালবাসেন, তাহলে কেন আপনারা নৌকা মার্কার বাইরে অন্য প্রতীকের কথা চিন্তা করবেন? সুযোগ আছে?’

শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই আলফাডাঙ্গার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে কৃষকলীগের সহসভাপতি বলেন, ‘তিন উপজেলার মধ্যে আলফাডাঙ্গা যে পরিমাণ উন্নয়ন হয়েছে বাকি দুই উপজেলার সেই পরিমাণ উন্নয়ন হয়নি। কারণ শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আলফাডাঙ্গার উপরে আছে।’

মনোনয়ন শেখ হাসিনার জেনে বুঝে দিয়েছেন উল্লেখ করে দোলন বলেন, ‘তিনি আকরাম হোসেনের দুর্বলতা জানেন। ওনার কি সক্ষমতা, গুণাবলী সেটাও জানেন।’

শেখ আকরাম হোসেন অতীতে কোনো ভুল ত্রুটি করলে তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ করেন দোলন। বলেন, ‘অতীতে যে সমস্ত ভুল করেছেন, ব্যক্তিগতভাবে তিনি কিছু কিছু বোঝেন। যে ভুল ত্রুটিগুলোর জন্য তিনি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আবার অনেক অপপ্রচারও আছে।’

ভবিষ্যতে কোনো ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সে দিকে খেয়াল রাখবেন জানিয়ে কৃষকলীগ নেতা বলেন, ‘কিন্তু আকরাম হোসেনকে শিক্ষা দিতে গিয়ে শেখ হাসিনার হাতকে দুর্বল করা যাবে না। তাহলে কিন্তু আমরা নিজেরাই শিক্ষা পেয়ে যাব। তখন কোন দাবি নিয়ে শেখ হাসিনার কাছে যাওয়া যাবে না। কোনদিন আলফাডাঙ্গা বন্দরের কথা বলা যাবে না। কোনদিন বড় মুখ করে ঢাকা শহরে বলতে পারবেন না আমার বাড়ি আলফাডাঙ্গা।’

১৬ মার্চ নৌকা মার্কার পক্ষে জনসভা হবে জানিয়ে তাতে যোগ দিতেও জনতার প্রতি আহ্বান জানান ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী এই সদস্য। সেই সঙ্গে নৌকার প্রার্থীর প্রতি রাগ, অনুরাগ, ব্যক্তিগত আক্রোশ থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন তিনি।

শেখ হাসিনা আলফাডাঙ্গাকে গুরুত্ব দেন জানিয়ে কৃষক লীগ নেতা বলেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার চেয়েও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন। তারা ডিএমপি কমিশনার হননি। কারণ, তাদের বাড়ি আলফাডাঙ্গায় না। শেখ হিমায়েত হোসেন সিআইডি প্রধান। ওনার চাইতেও সিনিয়র পুলিশ কর্মকর্তা ছিলেন। তারাও সিএইডি প্রধান হতে পারেননি।

এই দুই পুলিশ কর্মকর্তাকে নিয়ে অপপ্রচার চলছে উল্লেখ করে দোলন জানান, তাদের সঙ্গে তার কথা হয়েছে। তাদের নাম ব্যবহার করে কিছু কুচক্রী নৌকা মার্কার বিপক্ষে, শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছে।

হিন্দু সম্প্রদায়কে নিয়েও অপপ্রচার চলছে উল্লেখ করে কৃষক লীগ নেতা বলেন, ‘বলা হচ্ছে, তারা তো নৌকা মার্কায় ভোট দেবে না। কিন্তু আমি মনে করি, হিন্দু ভাইয়েরা ভালোবাসে বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে। তাদের নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা বেশি বোকামি করছে, বেইমানি করছে।’

যারা মনোনয়ন পাননি তাদেরকে দলের সিদ্ধান্ত মানতে হবে উল্লেখ করে দোলন বলেন, ‘যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন আমি তাদেরকে আহবান জানাব, এখনো সময় আছে নৌকা প্রতীকের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেন। তা না হলে আওয়ামী লীগ আপনাদের কোনদিন ক্ষমা করবে না। জনগণও ক্ষমা করবে না।’

এর আগে আরিফুর রহমান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হলে দলীয় শত শত নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন। পরে সবাইকে নিয়ে নওয়াপাড়া হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় যোগ দেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হাসমত হোসেন তালুকদারের সঞ্চালনায় নির্বাচনী সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম আকরাম হোসেন, সাবেক সচিব হেমায়েত উদ্দিন তালুকদার, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শেখ শওকত হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/কারই/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :