চাকায় ফাটল, শাহজালালে জরুরি অবতরণ ইউএস বাংলার

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ১৪:৪৪ | আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১৬:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

কক্সবাজার থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড মডেলের উড়োজাহাজটির পেছনের একটি চাকা ফেটে যাওয়ায় বুধবার দুপুরে বিশেষ ব্যবস্থায় অবতরণ করে বলে জানা গেছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তবে ওই ফ্লাইটে কতোজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি  বিমানের এই কর্মকর্তা।

ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, উড়োজাহাজটি কক্সবাজার থেকে ওড়ার পর পাইলট দেখতে পান চাকা খুলে নিচে পড়ে আছে। পরে তিনি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে বিষয়টি জানান।

কামরুল বলেন, ‘দুপুর দেড়টার দিকে পাইলট বিমানটি নিরাপদে অবতরণ করান শাহজালাল বিমানবন্দরে। পরে যাত্রীরা নিরাপদে যার যার গন্তব্যে চলে যান।’

তবে কক্সবাজার থেকে ওই ফ্লাইটে কতোজন যাত্রী ছিলেন সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।

ঢাকাটাইমস/১৩মার্চ/ডিএম