রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৯, ১৬:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ বারের মত দুই দিনব্যাপী ‘আরইউসিসি চাকরি মেলা শুরু হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। এবারের মেলায় ঢাকা ও রাজশাহীর বিশটি কোম্পানি অংশ নিচ্ছেন।

মেলার উদ্বোধনের পর থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চাকরি প্রার্থীদের পছন্দনীয় কোম্পানিতে সিভি জমা নেয়া হবে। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, চাকরি প্রার্থীদের ভাল প্রতিযোগী হওয়ার কৌশল, সাক্ষাৎকার সম্পর্কিত ও দিকনির্দেশনামেূলক সাতটি সেমিনার বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক (টিএসসিসি) আয়োজন করে সংগঠনটি।

এদিকে মেলার দ্বিতীয় দিন জমাকৃত সিভি থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবেন বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। সেখানে অংশ নিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, বিকাশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, প্রাণ-আরএফল গ্রুপ কোম্পানি। এছাড়াও জব ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ব্রোঞ্জ স্পন্সর হিসেবে সিটি ব্রোকারেজ লিমিটেড।

এদিন ক্যারিয়ার ক্লাবের সফল আয়োজকদের এবং চাকুরিপ্রাপ্তদেরকে সংবর্ধনা দেয়া হবে।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি আরিফুজ্জামান লিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর রুকসানা বেগম, মার্কেটিং বিভাগের প্রফেসর শাহ আজম শান্তনু, পরিসংখ্যান বিভাগের শিক্ষক মুনিমুল হক প্রমুখ।

এসময় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি।

ঢাকাটাইমস/১৩মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :