উপজেলায় ভোটে গিয়ে বহিষ্কার বিএনপির ১৬ নেতা

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত হলেন বিএনপির আরও ১৬ নেতা। এর আগে একই কারণে দলের শতাধিক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার দলের দপ্তর থেকে পাঠানো চিঠিতে বিভিন্ন এলাকার ১৬ নেতাকে বহিষ্কারের কথা জানায় বিএনপি। অনেক উপজেলায় দলের তৃনমূলের নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই এসব নেতাদের বহিষ্কার করছে বিএনপির হাইকমান্ড।

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য ১৬ নেতাকে বহিষ্কার করা হলো।

তারা হলেন- নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অশোক কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান; রংপুর জেলার পীরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ  মোঃ ফরহাদ হোসেন অনু; চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা; মৌলভীবাজার জেলাধীন জুরী উপজেলা বিএনপির সদস্য আজিবুন খানম, বড়লেখা উপজেলা মহিলা দলের সদস্য আমেনা বেগম ডলি ও বড়লেখা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আবদুস কুদ্দস স্বপন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য কামরুন্নার লুনা, কিশোরগঞ্জ জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আসমা বেগম, তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, নিকলী উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রেখা আখতার, ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুন; চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলা মহিলা দলের সদস্য রেশমাতুল আরজ রেখা ও শাহনাজ খাতুন।

তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

(ঢাকাটাইমস/১৩মার্চ/বিইউ/ডিএম)