ডাকসু নির্বাচনের সৌহার্দ্য দৃষ্টান্তমূলক: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাভার, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৯, ১৬:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ও পরাজিতদের সৌহার্দ্যপূর্ণ আচরণকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ডাকসু নির্বাচনের এই গণতান্ত্রিক চর্চা আগামীতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই দেখা যাবে বলেও আশাবাদী তিনি।

বুধবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাভারের খাগান এলাকায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘ডাকসু নির্বাচনে একটি ছাড়া সব গুলো হলেই শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনের পর জয়ী ও পরাজিত প্রার্থীরা পাশাপাশি থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা ছিলেন থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গোখোনভানিত।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে বক্তব্য দেন।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের পাঁচ হাজারের বেশি গ্র্যাজুয়েটকে ডিগ্রী ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৭ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :