ভৈরবে যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৯, ১৮:১৯

ভৈরবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ায় উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আল মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারদেশ দেয়া হয়। চিঠিতে তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান, দলীয় সিন্ধান্ত অনুযায়ী কেউ যদি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কেন্দ্রীয় কমিটির সিন্ধান্ত অনুযায়ী সে ব্যক্তিকে বহিষ্কার করা হবে। সে অনুযায়ী আল মামুনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি ।

আল মামুন বলেন, ‘বহিষ্কারাদেশেরএকটি চিঠি পেয়েছি। দলের সিন্ধান্ত তো দল নেবেই। আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এর আগেও ভাইস চেয়ারম্যান ছিলাম।’

ঢাকাটাইমস/১৩মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :