ঢাবিতে ফের ঝুলছে ‘নূর চত্বরের’ সাইনবোর্ড

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর হাতে হামলার শিকার হয়েছিলেন নবনির্বাচিত ভিপি নুর হোসেন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তার ওপর হামলার জায়গাকে ‘নূর চত্বর’ নাম দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিল কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা।

পরে কে বা কারা সেই সাইনবোর্ড খুলে ফেললেও নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হওয়ার একদিন পর গ্রন্থাগারের সামনের একটি গাছে ‘নূর চত্বর’ সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।

বুধবার সকালে ক্যাম্পাসে নূর চত্বর লেখা ওই সাইবোর্ড ঝুলতে দেখা যায়। তবে কারা এটি ঝুলিয়েছে তা কেউ বলতে পারছেন না। এমনটি যার নামের চত্বরের নামকরণ করা হয়েছে সেই নবনির্বাচিত ভিপিও জানেন না বিষয়টি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ জুন কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হন নুরুল হক নূর। সেদিন মারাত্মক আহত নুর এক শিক্ষকের সহায়তায় রক্ষা পান। ওই ঘটনার পর দিনই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনের চত্বরটির নামকরণ হয় ‘নূর চত্বর’।

সেখানে লেখা ছিল ‘ন্যায়ের সংগ্রামের আপসহীন যোদ্ধা, সারা বাংলার ছাত্র সমাজের অবিসংবাদিত নেতা নুরুল হক নূর এক মহান ছাত্র নেতা।’

গ্রন্থাগার ভবনের সামনের এক চা দোকানের কর্মচারীকে ‘সাইনবোর্ড কে বা কারা ঝুলিয়েছেন’ এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) এমন কোনো সাইনবোর্ড ছিল না। সকালে (বুধবার) দোকান খোলার আগে কেউ লাগিয়েছে।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ বলেন, ‘গত বছর কোটা আন্দোলনের সময় একটি সাইনবোর্ড লাগানো হয়েছিল। ওইখানেই নুরের ওপর হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ওইটা করা হয়েছিল। কিন্তু পরে সেই সাইনবোর্ড কে বা কারা সরিয়ে নেয়। আবারও কেউ নতুন করে লাগিয়ে থাকতে পারে।’

(ঢাকাটাইমস/১৩মার্চ/বিইউ/জেবি)