দখিন দুয়ার খোলা প্রকৃতির বারান্দায়

উজ্জ্বল কুমার হালদার
| আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:৫২ | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৯, ১৯:৩৮

বলা হয় ঋতুপ্রেমী বাঙালি। আসলেও তাই। এই জাতির জীবনসংস্কৃতি গড়ে উঠেছে ঋতুভিত্তিক। বাঙালির নিজস্ব সব বড় পালা-পার্বণও ঋতুকেন্দ্রীক। যেমন পয়লা বৈশাখ কিংবা বসন্তবরণ। আবার রয়েছে বর্ষাযাপন। ঋতু বদল আর বাঙালির জনজীবন যেন একাকার।

ঋতুবৈচিত্র বদলে দেয় বাঙালির জীবনযাপনও। প্রতিটা ঋতুতে বদলে যায় বাংলার প্রাকৃতিক আবহ। যেমন রুক্ষ-শুষ্ক পত্রপল্লবঝরা শীতের শেষে নতুন প্রাণ নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। গাছে-গাছে নতুন পত্রকুঁড়ির পাশাপাশি ফোটে নানান ফুল। এই ঋতুই সবচেয়ে বেশি আন্দোলিত করে মানুষের মন।

বাংলার অন্য অঞ্চলের চেয়ে পার্বত্য তিন জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। সারাবছরই এখানে প্রকৃতি সেজে থাকে আপনময়তায়। এবার বসন্তে খাগড়াছড়ি জেলার দিঘীনালা ও মহালছড়ি উপজেলার দুলুছড়ি ও মাইসছড়ি থেকে সাম্প্রতিক তোলা ছবি।

লেখক: সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি।

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :