মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ১৯:৫৭

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৫১টি কলেজের এক লাখ ৯৪ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। মোট ১১৩টি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে  এক লাখ ৪৫ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৪ দশমিক ৯০ ভাগ। প্রকাশিত ফল যেকোনো মোবাইল থেকে  এসএমএসের মাধ্যমে NU<space>MF<space> Roll  লিখে ১৬২২২ নম্বরে সেন্ট করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/জেবি)