৩০ শতাংশ নারী সাংবাদিক নিয়োগের দাবি

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ২০:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে নারী সাংবাদিকদের এক সমাবেশে বক্তারা সংবাদ মাধ্যমগুলোতে ৩০ শতাংশ নারী সাংবাদিক নিয়োগের দাবি জানিয়েছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এ অনুষ্ঠানে সকল সংবাদ মাধ্যমে যৌন হয়রানিবিরোধী কমিটি এবং চাকরিক্ষেত্রে বৈষম্য বিরোধী কমিটি গঠনেরও দাবি জানানো হয়।

বক্তারা বলেন, গণমাধ্যমে নারীর অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রতিনিধিত্ব আগের তুলনায় বেড়েছে। তারপরও পেশাগত দায়িত্ব পালনে তাদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। সমাজের প্রয়োজনে এই প্রতিবন্ধকতা দূর হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

বিশিষ্ট লেখক ও সমাজকর্মী নুরজাহান বোস, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/জেবি)